Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রশিক্ষণের বিস্তারিত
বিস্তারিত

প্রশিক্ষণের বিস্তারিত 

১। প্রশিক্ষণের শিরোনাম :             উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ/প্রাণিস্বাস্থ্য/কৃত্রিম প্রজনন) কম্পাউণ্ডার/ভিএফএ/এফ.এ(এ.আই)/পোল্ট্রি টেকনিশিয়ান-গণের “গবাদিপ্রাণি ও হাঁস-মুরগী পালনে “পেশাগত দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ।

প্রশিক্ষণের মেয়াদ :                     ০৫ (পাঁচ) দিন।

প্রশিক্ষণের সময়কাল :                 জানুয়ারি/২০২৪ হতে মার্চ/২০২৪ খ্রি.

প্রশিক্ষণের ব্যাচ সংখ্যা :              ০৪ (চার)

প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী সংখ্যা :     ৩০ জন

মোট প্রশিক্ষণার্থী সংখ্যা :             ১২০ জন

প্রশিক্ষণের বিষয়বস্তু সমূহ :         

  • বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে গবাদি প্রাণি ও হাঁস-মুরগী পালনের গুরুত্ব
  • দুগ্ধবতী গাভীর নিরাপদ দুধ দোহন, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থাপনা
  • মুরগির পরজীবী ও অপুষ্টি জনিত রোগ সম্পর্কে পরিচিতি এবং প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থাপনা
  • মুরগীর বাসস্থান, লিটার, খাদ্য ও পানি ব্যবস্থাপনা এবং বাচ্চার ব্রম্নডিং ব্যবস্থাপনা
  • দুগ্ধবতী গাভীর ওলান প্রদাহ রোগের কারণ, লক্ষণ, রোগ নির্ণয়, প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থাপনা
  • গবাদি প্রাণিতে গর্ভপাত জনিত রোগসমূহের কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থাপনা
  • গবাদি প্রাণির ক্ষুরারোগ ও লাম্ফিস্কিন রোগের কারণ, লক্ষণ, রোগ নির্ণয় প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থাপনা
  • গবাদিপ্রাণি পালনে সবুজ ঘাসের গুরুত্ব, সংরক্ষণ ও ব্যবহার ব্যবস্থাপনা
  • কোয়েল পালন, কোয়েল এর রোগ সম্পর্কে পরিচিতি, চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থাপনা
  • গাভীতে গুরুত্বপূর্ণ মেটাবলিক রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থাপনা
  • গবাদিপ্রাণির জাত উন্নয়নে কৃত্রিম প্রজনন ব্যবস্থাপনা ও কৃত্রিম প্রজনন নীতিমালা
  • হাঁস-মুরগীর খামারের জৈব নিরাপত্তা ব্যবস্থাপনা
  • গবাদি প্রাণির অসংক্রামক রোগ সম্পর্কে পরিচিতি ও চিকিৎসা ব্যবস্থাপনা
  • গর্ভবতী গাভী ও নবজাতক বাছুরের যত্ন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা
  • টার্কি পালন, টার্কির রোগ সম্পর্কে পরিচিতি এবং প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থাপনা
  • রোগ নির্ণয়ে ময়না-তদসত্ম, নমুনা সংগ্রহ, সংরক্ষণ, নমুনা প্রেরণের ছক পূরণ ও পরীক্ষাগারে প্রেরণের পরিবহণ পদ্ধতি
  • হাঁসের বিভিন্ন রোগ সম্পর্কে পরিচিতি এবং প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থাপনা
  • মুরগির ব্যাকটেরিয়া জনিত রোগ সম্পর্কে পরিচিতি এবং প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থাপনা
  • গবাদি প্রাণির তড়কা, বাদলা, গলাফোলা রোগের কারণ, লক্ষণ, রোগ নির্ণয় প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থাপনা
  • কবুতর পালন,  কবুতরের রোগ সম্পর্কে পরিচিতি এবং প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থাপনা
  • মুরগির ভাইরাস জনিত রোগ সম্পর্কে পরিচিতি এবং প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থাপনা
  • জলাতঙ্ক রোগের কারণ, রোগের বিস্তার, লক্ষণ, রোগ নির্ণয় ও প্রতিরোধ ব্যবস্থাপনা
  • হাঁস-মুরগীর গুরুত্বপূর্ণ রোগের প্যাথলজিক্যাল লিশন সম্পর্কে আলোচনা
  • গবাদি প্রাণির হৃষ্টপুষ্টকরণ পদ্ধতি
  • গবাদিপ্রাণি ও হাঁস-মুরগীর রোগ প্রতিরোধে প্রতিষেধক টিকার গুরুত্ব, প্রয়োগ পদ্ধতি ও সংরক্ষণ ব্যবস্থাপনা


২। প্রশিক্ষণের শিরোনাম :            ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’ এর আওতায় ‘‘লীড খামারীদের প্রোডিউসার গ্রুপ (পিজি) ও লাইভষ্টক ফার্মাস ফিল্ড স্কুল (এলএফএফএস) পরিচালনা বিষয়ক’’ প্রশিক্ষণ

প্রশিক্ষণের মেয়াদ :                     ০৩ (তিন) দিন।

প্রশিক্ষণের সময়কাল :                 ১৫ জুলাই/২০২৩ হতে ২৩ অক্টোবর/২০২৩ খ্রি.

প্রশিক্ষণের ব্যাচ সংখ্যা :              ৪৪ (চুয়াল্লিশ)

প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী সংখ্যা :     ৩০ জন

মোট প্রশিক্ষণার্থী সংখ্যা :             ১৩২০ জন

প্রশিক্ষণের বিষয়বস্তু সমূহ :         

  • পিজি গঠন ও পরিচালনা
  • পিজি’র সভা পরিচালনা ও রেজুলেশন লিখন পদ্ধতি
  • পিজি’র সঞ্চয় ব্যবস্থাপনা এবং রেজিষ্টার ও নথি সংরক্ষণপদ্ধতি
  • পিজি’র ঋণ ব্যবস্থাপনা
  • পিজি পরিচালনায় লীড খামারীদের কর্তব্য ও দায়িতব
  • নেতৃত্বের ধারণা, গুণাবলী ও সংগঠন উন্নয়নে নেতার ভূমিকা
  • যোগাযোগ ও উদ্বুদ্ধকরণ কৌশল
  • দ্বন্দ্ব ও দ্বন্দ্ব নিরসন পদ্ধতি ও কৌশল
  • ব্যবসা পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে ধারণা
  • পণ্য বিপনন ও ভ্যালুচেইন উন্নয়ন
  • এলএফএফএস গঠন, কারিকুলাম ও পরিচালনা পদ্ধতি
  • গবাদিপশুর খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা
  • হাঁস-মুরগির খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা
  • খামার ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ প্রযুক্তি ও ব্যবহার
  • প্রযুক্তি সম্প্রসারণ পদ্ধতি ও কৌশল



৩। প্রশিক্ষণের শিরোনাম :            ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’ এর আওতায় এলএসপিদের (লাইভস্টক সার্ভিস প্রোভাইডার) ‘‘ব্যবসা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক’’ প্রশিক্ষণ।

প্রশিক্ষণের মেয়াদ :                     ০৫ (পাঁচ) দিন।

প্রশিক্ষণের সময়কাল :                 ১ এপ্রিল/২০২৩ হতে ২৫ মে/২০২৩ খ্রি.

প্রশিক্ষণের ব্যাচ সংখ্যা :              ০৬ (ছয়)

প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী সংখ্যা :     ৩০ জন

মোট প্রশিক্ষণার্থী সংখ্যা :             ১৮০ জন

প্রশিক্ষণের বিষয়বস্তু সমূহ :

  • ব্যবসার ধারণা, ধরণ ও বৈশিষ্ট্য
  • ব্যবসা বাছাই ও ব্যবসা নির্বাচন
  • ব্যবসায় সোয়াট বিশ্লেষণ
  • উদ্যোগ, উদ্যোক্তা এবং উদ্যোক্তার বৈশিষ্ট্য ও গুণাবলী
  • ব্যবসায় পারিবারিক প্রভাব
  • ব্যবসা চক্র, চাহিদা ও যোগান
  • ব্যবসা পরিকল্পনা ও ব্যবসা পরিকল্পনার উপাদান
  • ব্যবসায় বাজারজাতকরণ পরিকল্পনা
  • ব্যবসায় উৎপাদন পরিকল্পনা সর্ম্পকে ধারণা
  • পণ্যের খরচ নির্ধারণ ও মূল্য নির্ধারণ কৌশল
  • পণ্যের জীবন চক্র
  • ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা ও পরিকল্পনা
  • ব্যবসায় আর্থিক পরিকল্পনা
  • ব্যবসায় ঋণ প্রাপ্তি ও পরিশোধ সর্ম্পকে ধারণা
  • ব্যবসায় ক্যাশ ফ্লো বিবরণী সর্ম্পকে ধারণা
  • ব্যবসায়িক আচরণ সর্ম্পকে ধারণা
  • ব্যবসা পরিচালনায় আইনগত বিষয়াবলী
  • ব্যবসায় ঝুঁকি এবংব্যবস্থাপনা পরিকল্পনা
  • ব্যবসায় নথিপত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা
  • ব্যবসায় যোগাযোগ ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তির ব্যবহার
  • ব্যবসা পরিকল্পনা তৈরী-অনুশীলন (দুগ্ধ খামার, গরম্ন হৃষ্টপুষ্টকরণ, ছাগল/ভেড়া খামার, হাঁস/মুরগী খামার, দুগ্ধজাত পণ্য উৎপাদন ইত্যাদি)
  • ব্যবসা পরিকল্পনা উপস্থাপন