Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাংলাদেশকে প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ ও মাঠ পর্যায়ে প্রাণিসম্পদ সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছানো ও দক্ষ মানবসম্পদ তৈরীর লক্ষ্যে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আইএলএসটি) প্রতিষ্ঠা করা হয়। গাইবান্ধা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গাইবান্ধা-সাঘাটা রোড সংলগ্ন হর্টিকালচারের পাশে অত্যন্ত মনোরম পরিবেশে ১২ একর জমির উপর প্রতিষ্ঠিত। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্তর্ভুক্ত সরকারি প্রতিষ্ঠান। বিসিএস (লাইভস্টক) ক্যাডারের শিক্ষক দ্বারা এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এ প্রতিষ্ঠান থেকে চার বৎসর মেয়াদী “ডিপ্লোমা ইন লাইভস্টক” ডিগ্রী প্রদান করা হয়। বাংলাদেশে রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় সর্বপ্রথম এই প্রকল্পের কাজ শুরু হয় এবং ২০১৬ সালে ছাত্র ভর্তির মাধ্যমে এর শিক্ষা কার্যক্রম চালু হয়। বর্তমানে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া; গোপালগঞ্জ, খুলনা ও নেত্রকোনাসহ মোট ৫ টি স্থানে এ আইএলএসটি কলেজ স্থাপনের কাজ চলছে।