Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ILST, Gaibandha 3rd Stage Admission Notification
Details

ডিপ্লোমা-ইন-লাইভস্টক ৩য় পর্যায়ের ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-লাইভস্টক তৃতীয় পর্যায়ে ভর্তি আগামী ১৮/১০/২০২৩ খ্রি. হতে ১৯/১১/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত আইএলএসটি, গাইবান্ধাতে চলমান থাকবে। ভর্তি ইচ্ছুক সকল ছাত্র-ছাত্রীদের উক্ত তারিখে মধ্যে প্রয়োজনীয় সকল কাগজ সহ উক্ত তারিখের মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

ভর্তির জন্য প্রয়োজন:

১. ভর্তি ফরম শিক্ষার্থী কর্তৃক স্ব-হস্তে পূরণ করে অত্র প্রতিষ্ঠানে জমা রাখতে হবে। 

২. শিক্ষার্থীদের অবশ্যই মূল নম্বরপত্র (মার্ক শিট) জমা নিতে হবে। শিক্ষার্থী বোর্ড হতে মূল নম্বরপত্র না পেলে এসএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও মূল প্রবেশপত্র জমাসাপেক্ষে সাময়িকভাবে ভর্তি হতে পারবে। তবে বোর্ড কর্তৃক মূল নম্বরপত্র পাওয়া মাত্রই প্রতিষ্ঠানে জমা দিতে হবে অন্যথায়া ভর্তি বাতিল বলে গণ্য হবে।

৩. শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের (০৩) কপি সত্যায়িত রঙ্গিন ছবি জমা ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদেয় প্রশংসাপত্রের ফটোকপি জমা নিতে হবে।

৪. কোটায় ভর্তির ক্ষেত্রে কোটা সংক্রান্ত বিষয়টি শতভাগ নিশ্চিত করণ পত্র জমা দিতে হবে।

৫. ভর্তির জন্য ভর্তি ফি বাবদ (৬মাস) ৪৪৯৫/- টাকা সোনালী ব্যাংক কর্তৃক জমা দিতে হবে।

৬. হোস্টেল ফি বাবদ (৬মাস) ১৫৬০/- টাকা জমা দিতে হবে।





বি: দ্র:

০১. ভর্তি ফি থেকে জামানত বাবদ ২০০০/- টাকা নেওয়া হবে, যা কোর্স শেষে ফেরত দেওয়া হবে।

Images
Attachments
Publish Date
13/10/2023
Archieve Date
20/10/2023