ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি , গাইবান্ধা-তে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রী প্রদানের মাধ্যমে প্রাণিসম্পদ সেক্টরে দক্ষ জনবল তৈরীর কাজ করছে।
এসএসসি বিজ্ঞান সনদধারী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর মাধ্যমে নির্বাচিত হয়ে প্রতি ব্যাচে ৫০ জন ছাত্র/ছাত্রী ভর্তি হয়। প্রথম ব্যাচের ২৮ জন, ২য় ব্যাচে ৩২ জন, ৩য় ব্যাচে ৪৩ জন ও ৪র্থ ব্যাচে ৪৬ জন ছাত্র/ছাত্রী সনদ প্রাপ্ত হয়েছে । বর্তমানে প্রথম পর্বে ৫০ জন, তৃতীয় পর্বে ৪৭ জন, ৫ম পর্বে ৪৮ জন এবং ৭ম পর্বে ৪৬ জন অধ্যয়নরত।
লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়মিত উজ্জ্বল ভূমিকা রেখে চলেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শ্রেণীকক্ষে পাঠদানের আধুনিকায়নে সকল শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়ার আওতায় অর্ন্তভূক্ত করা হয়েছে।
আধুনিক কম্পিউটার ল্যাব সহ সকল ডিপার্টমেন্টের ল্যাব সমৃদ্ধ করা হয়েছে।
হাতে কলমে শিক্ষার জন্য ডেইরী ফার্ম, গোট ফার্ম, পোল্ট্রি ফার্ম, ডাক ফার্ম, ঘাসের প্লটের ব্যবস্থা করা হয়েছে ।
ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করা হয়েছে। ছাত্র ও ছাত্রী হোস্টেলের সামনে মনোরোম ফুলের বাগান এর ব্যবস্থা করা হয়েছে।
প্রশাসনিক কর্মকান্ডে গতিশীলতা আনায়নের লক্ষ্যে ক্ষেত্র অনুযায়ী সকল কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব সুনির্দিষ্টভাবে বন্টন করা হয়েছে।
ভেটেরিনারি হাসপাতাল ও ডায়াগনসিস ল্যাবের মাধ্যমে সুচিকিৎসা প্রদান করা হচ্ছে।
এছাড়া মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে মুজিব কর্ণার স্থাপন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমি ব্যবহারের লক্ষ্যে পুকুরসহ সকল এলাকা পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা হয়েছে ।