Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen charters

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অধ্যক্ষের কার্যালয়

ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আইএলএসটি), গাইবান্ধা

সিটিজেন চার্টার

সেবাসমূহ :

ক্র. নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(পদবী, টেলিফোন ও ই-মেইল)

উর্দ্ধতন কর্মকর্তার পদবী, টেলিফোন ও ই-মেইল

৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন লাইভস্টক

এসএসসি/সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীগণ (বিজ্ঞান) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর ওয়েব সাইটে ভর্তি   বিজ্ঞপ্তির মাধ্যমে অন লাইনে আবেদনের পর মেধা তালিকার ভিত্তিতে প্রতি ব্যাচে ৫০ জন শিক্ষার্থী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড    কর্তৃক নির্বাচিত হয়।


০৪ বছরে ০৮ সেমিস্টারের মাধ্যমে ১৫০ ক্রেডিট বিষয়ে ডিপ্লোমা ইন লাইভস্টক এর উপর তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়ে পাঠদান করা হয়।

এসএসসি(বিজ্ঞান)/

সমমান পরীক্ষার

মূল মার্কশীট, প্রশংসা পত্র, ছবি




বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত মূল্যে।


ব্যাংকের মাধ্যমে।

০৪  (চার) বছর

অধ্যক্ষ/কোর্স 

কো-অর্ডিনেটর

০২৫৮৯৯৮০৫৫৫

ilstgaibandha2017@

gmail.com

মহাপরিচালক

প্রাণিসম্পদ অধিদপ্তর, 

ঢাকা, বাংলাদেশ

০২৯১০১৯৩২

dg@dls.gov.bd


১ বছর মেয়াদী 

প্রি-সার্ভিস প্রশিক্ষণ

ভিএফএ, কম্পাউণ্ডার, এফএ (এআই), পোল্ট্রি টেকনিশিয়ানগণের নিয়োগের নিমিত্তে নিয়োগ কমিটি কর্তৃক চুরান্তভাবে নির্বাচিত ও মহাপরিচালক কর্তৃক মনোনীত প্রার্থী।

০১ বছরে ৪ টি ফেজে (১ম ফেজ ৪টি বিষয়, ২য় ফেজ ৫টি বিষয়, ৩য় ফেজ ৫টি বিষয়, ৪র্থ  ফেজ ৪টি বিষয়) ১৮ টি  বিষয়ের উপর তত্ত্বীয় ও ব্যবহারিক পাঠদান করা হয়।

১) মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ-এর জিও।

২) সংশ্লিষ্ট কর্মচারীর নিজ কর্মস্থল হইতে ছাড়পত্র।


প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ-এর ওয়েব সাইট।

বিনামূল্যে

০১ বৎসর

২ বছর মেয়াদী ইন-সার্ভিস মেকআপ কোর্স ইন এনিমেল হেলথ এন্ড প্রোডাকশন

চাকুরি মেয়াদ ০৪ বছর পূর্তিতে মহা-পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নির্বাচিত ভিএফএ, কম্পাউণ্ডার, এফএ (এআই), পোল্ট্রি টেকনিশিয়ান।

০২ বছরে ৪ টি সেমিস্টারে (১ম সেমিস্টার ৭টি বিষয়, ২য় সেমিস্টার ৭টি বিষয়, ৩য় সেমিস্টার ৭টি বিষয়, ৪র্থ  সেমিস্টার ৯টি বিষয়) ৩০ টি  বিষয়ের উপর তত্ত্বীয় ও ব্যবহারিক পাঠদান করা হয়।

১) মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ-এর জিও।

২) সংশ্লিষ্ট কর্মচারীর নিজ কর্মস্থল হইতে ছাড়পত্র


প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ-এর ওয়েব সাইট।

বিনামূল্যে

০২ বৎসর

প্রাণিসম্পদ বিভাগীয় মাঠকর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক 

প্রশিক্ষণ

মহা-পরিচালক/পরিচালক/প্রকল্প পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নির্বাচিত ও সুপারিশকৃত মাঠকর্মী।


কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়কালের প্রশিক্ষণ।

প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ-এর জিও সাইট/পরিচালক/ প্রকল্প পরিচালক-এর জিও

 

প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ/পরিচালক/ প্রকল্প পরিচালক-এর

 ওয়েব সাইট।

বিনামূল্যে

সুপারিশকৃত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়কাল

প্রাণিসম্পদ বিষয়ক খামারীদের প্রশিক্ষণ

সার্টিফিকেট ইন 

লাইভস্টক এন্ড 

পোল্ট্রি।

এসএসসি/তদুর্দ্ধে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর ওয়েব সাইটে ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে অন লাইনে আবেদনের পর প্রতি ব্যাচে সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্বাচিত হয়।


প্রতি বছর ০২ টি ব্যাচ (জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর) ভর্তির সুযোগ থাকে।

১) এসএসসি/ তদুর্দ্ধে পরীক্ষার সনদপত্র/মার্কশীট।

২) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৩) ই-মেইল আইডি।

৪) সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা পত্র।


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত মূল্যে।


ব্যাংক/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।

০৬ মাস

গবাদিপ্রাণি ও হাঁস-

মুরগীর চিকিৎসা 

সেবা প্রদান

প্রাণিসহ সরাসরি উপস্থিতি/মৌখিক আবেদন

ভেটেরিনারি টিচিং হাসপাতাল, আইএলএসটি, বোর্ডবাজার, গাইবান্ধা।

গবাদিপ্রাণি ও হাঁস-মুরগীর সরাসরি পরীক্ষার মাধ্যমে।

বিনামূল্যে/সরকার নির্ধারিত মূল্যে।

সর্বোচ্চ ১ ঘণ্টা ৩৫ মিনিট

ভেটেরিনারি সার্জন

অধ্যক্ষ

০২৫৮৯৯৮০৫৫৫

ilstgaibandha2017@

gmail.com